¡Sorpréndeme!

শবে বরাত উপলক্ষে সকাল থেকেই মৌসুমী ভিখারিদের ভিড়! || jagonews24.com

2021-06-15 1 Dailymotion

সকাল ১০টা। আজিমপুর পুরাতন কবরস্থানের গেটের অদূরে রাস্তায় প্রখর রোদের মধ্যে বসে আছেন আনুমানিক ৫০/৫৫ বছর বয়সী এক নারী। তার শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরছে। পথচারী কেউ সামনে দিয়ে হেঁটে গেলেই হাত বাড়িয়ে সাহায্য চাইছেন। অধিকাংশই হেঁটে চলে গেলেও কেউ কেউ থমকে দাঁড়িয়ে দু-চার টাকা সাহায্য করছেন।

ওই নারীর আশেপাশে তার মতোই আরও অনেকে বসে সাহায্য চাইছেন। তাদের কেউ বৃদ্ধ, কেউ পঙ্গু আবার কেউবা ছোট্ট শিশু কোলে দাঁড়িয়ে সাহায্যে পাওয়ার আশায় হাত পাতছেন।

বিস্তারিত পড়ুন - https://bit.ly/2XwBk4a